Last Updated: Sunday, November 3, 2013, 10:57
মাত্র তিনটে দিন। আর এই তিনটে দিনই প্রমাণ করে দিল আমির খানের `ধুম থ্রি`- ঠিক কত বড় হিট হতে চলেছে। ইউ টিউবে কোনও বলিউডের সিনেমার প্রোমো দেখতে এত উত্সাহ দেখা যায়নি, যেটা চলছে `ধুম থ্রি`-এর প্রোমো, টিজার, আর পোস্টারকে ঘিরে। দিওয়ালিতে যখন দেশজুড়ে ধুম, ধুম, শব্দে বাজি ফাটছে, তখন ইউ টিউবে ধুম থ্রি-`ফাটছে`।